নিজস্ব প্রতিবেদক : সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের’ উদ্যোগে রাজধানীতে সাবেক ও বতর্মান ছাত্রনেতাদের নিয়ে ছাত্র কনভেনশন শুরু হয়েছে। যারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই এ কনভেনশনে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল সোয়া ১০টায় এই কনভেনশন শুরু হয়।
কনভেনশনের দ্বিতীয় ধাপে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বেলা আড়াইটায় অনুষ্ঠাস্থলে আসবেন। তিনি সাবেক ও বর্তমান নেতাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
প্রথম ধাপের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কনভেনশনে সারাদেশ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক ও বর্তমান ছাত্রনেতারা যোগে দিয়েছেন। কনভেনশনে যোগ দিতে প্রায় আড়াই হাজার ছাত্রনেতাকে কার্ড দেয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করছেন ঢাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। পরিচালনা করছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন।
এর আগে গতকাল বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনভেনশনের কথা জানানো হয়।
উল্লেখ্য, নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের অনেকেই এখন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি হাবিবুল ইসলাম হাবীব, ছাত্রইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।