ফরিদপুর প্রতিনিধি : জেলার নগরকান্দায় দেয়ালচাপা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফরিদপুর01 দেয়ালচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে রমজান (৮) ও জাহিদ মাতুব্বরের ছেলে জোহান (৭)। তারা কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছিল।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, মৎস্য সমবায় সমিতির পরিত্যক্ত ভবনের পাশে রমজান ও জোহান খেলা করার সময় ভবনের দেয়াল ভেঙে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়।
তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফছার উদ্দীন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।