ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএসসি নার্সদের ১ম শ্রেণীর মর্যাদা দাবি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৮, ২০১৪ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

bsc-nursনিজস্ব প্রতিবেদক : চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করা রেজিস্টার্ড নার্সদের ১ম শ্রেণীর পদমর্যাদায় নার্সিং অফিসার পদে সরকারি চাকরিতে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন (বিবিজিএসএনএ)।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিবিজিএসএনএ এর সভাপতি মো. শরীফুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ নার্সিং সেবা প্রদানের জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০০-০৬ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স শুরু হয়। ২০১১ সালে সরকার নার্সিং পেশার পদসমূহকে ২য় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করে। কিন্তু বিএসসি কোর্স সম্পন্নকারী নার্সদের এখনো কোথাও নিয়োগের ব্যবস্থা করা হয়নি। কোনো প্রকার নিয়োগ বিধিমালও প্রণয়ন করা হয়নি।’
তিনি জানান, এর ফলে বর্তমানে দেশে প্রায় এক হাজার গ্র্যাজুয়েট রেজিস্টার্ড নার্স থাকা সত্ত্বেও যথাযথ পদ ও সরকারি চাকরিতে ‍নিয়োগের সুযোগ না থাকায় তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারছে না। এখন তারা বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে।
শরীফুল ইসলাম আরো বলেন, ‘বর্তমানে সারা দেশে নার্সদের জন্য নন গেজেটেড ১৭৪টি পদ খালি আছে। যোগ্য লোক থাকা সত্ত্বেও শূন্যপদে নিয়োগ দেয়া হচ্ছে না।’
বিএসসি রেজিস্টার্ড নার্সদের ১ম শ্রেণীর পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারি চাকরিতে নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার দাবি জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিবিজিএসএনএ এর সাধারণ সম্পাদক গীতা রায়, বাংলাদেশ ইন্টার্নি নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ বিএসসি ইন নার্সিংয়ে অধ্যয়নরত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।