আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক রাষ্ট্র কলম্বিয়ার বামপন্থী গেরিলা বাহিনী ফার্ক অনির্দিষ্টকালের জন্যে অস্ত্রবিরতি ঘোষণা করেছে। তাদের ভাষ্য, সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হওয়ার ছাড়া তারা আর অস্ত্রধারণ করবে না।
৫০ বছরের গৃহযুদ্ধ নিষ্পত্তিকারক এক বৈঠকে কলম্বিয়ার সরকারপক্ষীয় প্রতিনিধির সঙ্গে আলাপে ফার্ক প্রতিনিধি বলেন, ‘আমরা অনির্দিষ্ট সময়ের জন্যে অস্ত্রবিরতিতে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা বজায় রাখা সম্ভব হলে অস্ত্রবিরতি একদিন যুদ্ধবিরতিতে রূপ নেবে, এবং আমরা এ ব্যাপারে পূর্ণ আশাবাদী। তবে, ফার্কের গেরিলা দল কোথাও কোন আক্রমণের শিকার হয়, তবে সঙ্গে সঙ্গে অস্ত্রবিরতি ভঙ্গ করা হবে।’
শান্তিস্থাপন প্রক্রিয়ায় অগ্রগতি অব্যাহত রাখার স্মারক হিসেবে ফার্ক সম্প্রতি তাদের অধীনে আটক একজন সামরিক কর্মকর্তাসহ দুই বন্দিকে মুক্তি দিয়েছে। এর আগে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা রুবেন দারিও আলজাতেসহ আরও চারজনকে বন্দি করার কারণে ফার্কের ওপর রুষ্ট হয়ে শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করেছিলেন কলম্বিয়ার রাষ্ট্রপতি হুয়ান মানুয়েল সান্তোস। বলা হচ্ছে, এ নিয়ে চাপের মুখে ছিল ফার্ক।
সম্প্রতি কলম্বিয়ার রাস্তায় এক নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে সাধারণ মানুষ ফার্কের বিরুদ্ধে স্লোগান দেয়। হুয়ান সান্তোসের সরকার ফার্ককে বিচারের আওতায় না এনে সরাসরি ক্ষমা ঘোষণা করে দিতে পারে, এমন সন্দেহ থেকে তারা রাস্তায় নেমে আসেন। তাদের ভাষ্য ছিল, ‘আমরা শান্তি চাই, কিন্তু (ফার্ককে) নিঃশর্ত ক্ষমা করে নয়।’
ধারণা করা হচ্ছে, চলমান বিষয়গুলো ফার্ককে অস্ত্রবিরতির সিদ্ধান্তে আসাসহ নমনীয় হওয়ার পথে প্রভাবিত করছে।