ভোলা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার নম্বরপত্র জালিয়াতির অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলার দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই একই অভিযোগ রয়েছে আরও ৮ শিক্ষকের বিরুদ্ধে বলে জানান জেলা শিক্ষা অফিসার সাইদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে তাকে বরখাস্ত করা হয়।
জেলা শিক্ষা অফিসার জানান, নয় শিক্ষকের বিরুদ্ধে পিএসসির নম্বারপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগে এদের মধ্যে চরফ্যাশন উপজেলার দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকিদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি বলে জানান তিনি।