নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়ার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপিলের মূল আবেদন ৮৩ পৃষ্ঠা, গ্রাউন্ড ৭৭টি। মোট আবেদন ৮৬২ পৃষ্ঠা।
অ্যাডভোকেট জয়নুল আবেদিন (অন রেকর্ড) মোবারকের পক্ষে আপিলটি দায়ের করেন।