ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘমেয়াদে স্মিথকেই চাইছেন চ্যাপেল

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৮, ২০১৪ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

smithস্পোর্টস ডেস্ক : সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান চ্যাপেল দীর্ঘমেয়াদে দেশটির অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটার স্টিভ স্মিথের পক্ষে রায় দিচ্ছেন। এমনকি নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রত্যাবর্তনের পরও।
অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ার পর একাদশ থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ক্লার্ক। ফলে বাকি সিরিজের জন্য বিকল্প অধিনায়ক ২৫ বছর বয়সী স্মিথকে বেছে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার চ্যানেল নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে চ্যাপেল বলেন, ‘ক্যারিবিয়ান সফরে ক্লার্কের ফেরা না ফেরা অনিশ্চিত। সেজন্য আসন্ন ওই সিরিজেও দায়িত্ব পালন করতে হতে পারে স্মিথকে। সেক্ষেত্রে ওই সিরিজে স্মিথ যদি ভালো করে তাহলে ফের ক্লার্কের কাছে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়ার মানে হয় না।’
চলতি সিরিজে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চোট পাওয়ার পর ক্লার্ক নিজেই বলেছিলেন, আমি সম্ভবত অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছি। অবশ্য বুধবার অসি অধিনায়কের হ্যামস্ট্রিংয়ে সফল অস্ত্রোপচার আবার তার ফেরার সম্ভাবনা জাগিয়ে তুলেছে।