ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

টটেনহামকে কিনতে চাইছে কাতার

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৮, ২০১৪ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

totenhamস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব টটেনহাম হটস্পারকে নাকি কিনতে চাইছে কাতার সরকার! ঘটনার সূত্রপাত একটি মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশটির ক্রীড়া মন্ত্রী এপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইপিএলে নতুন একটি ক্লাব কেনার আগ্রহের কথা জানান।
কাতারি সরকারের বিনিয়োগে ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ফুলে ফেঁপে ওঠে। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পাওয়ার হাউসে পরিণত হয় প্যারিসের ক্লাবটি। হোয়াইট হার্ট লেনের টটেনহামের ক্ষেত্রে এমন কিছু ঘটার সম্ভাবনা দেখছেন সালাহ বিন ঘানেম বিন নাসের আল আলি।
বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা অবশ্যই ইংলিশ প্রিমিয়ার লিগে একটি ক্লাব পেতে চাই। আসলে আমরা কোনো কিছুর দায়িত্ব নেয়ার জন্য খুব দারুণ অবস্থানে আছি। বিশেষত কোনো ভালোকে আরো ভালো বানাতে কিংবা খুব ভালো অবস্থানে থাকা কিছুকে পরের স্তরে নিয়ে যেতে।’
টটেনহামের মালিক জো লিউস ও চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এর আগে ২০০৮ সালে আরব কনসোর্টিয়াম থেকে ২৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাবটি হস্তান্তরের একটি প্রস্তাব প্রত্যাখান করেছিল। তবে এবার হয়তো আর না করবে না। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।