বিনোদন ডেস্ক : বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেটিদের সাধারণত পোশাক-আশাক নিয়ে ক্যামেরার সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার উদাহরণ অনেক। তবে এবার এক মার্কিন সেলিব্রেটিকে পোশাক নয় বরং দাঁত নিয়ে এ অবস্থায় পড়তে হয়েছে।
রিয়েলিটি শো এক্স ফ্যাক্টরের বিচারক শ্যারন অসবর্ন। সম্প্রতি শো চলাকালে কথা বলতে বলতে হঠাৎ দাঁত খসে পড়ে তার! আর অনুষ্ঠানটি টিভিতে লাইভ সম্প্রচার করা হচ্ছিল।
মার্কিন একটি টিভি চ্যানেলে ‘দ্য টক’ নামের অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন শ্যারন। কথা বলার এক ফাঁকে তার সামনের পাটির একটি দাঁত পড়ে যায়। এসময় রীতিমতো বিব্রত বোধ করছিলেন ৬২ বছরের এই নারী।
তবে পরিস্থিতি সামাল দিতে তিনি স্বাভাবিকতার ভান করে বলেন, ‘সমস্যা নেই এটা নকল দাঁত।’ এমনকি অনুষ্ঠানের আয়োজকদের কাছে দাঁতটি জায়গা মতো লাগানোর জন্য তিনি একটু আঠা চান। শ্যারন নিজেই দাঁতটি পুনঃস্থাপনের চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফোকলা দাঁতেই হাসি দিয়ে মাতিয়ে রাখেন অনুষ্ঠান। মজা করে অবশ্য দু’একটা অশ্রাব্য শব্দ উচ্চারণ করতেও ছাড়েননি।