ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ছুরি মেরে অস্ট্রেলিয়ায় ৮ শিশুকে হত্যা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৯, ২০১৪ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

Ausআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ড প্রদেশের কেয়ার্নস শহরের একটি বাড়ি থেকে শুক্রবার সকালে আট শিশুর লাস উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাদেরকে ছুরকাঘাতে হত্যা করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
এছাড়া পুলিশ ওই বাড়ি থেকে ছুরিকাহত এক নারীকে উদ্ধার করেছে বলেও জানা গেছে। তিনি বর্মমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিশুদের কী কারণে হত্যা করা হয়েছে এবং আহত নারী তাদের কে হন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।  কেয়ার্নস শহরের মানুরা শহরতলীর ওই বাড়িটিতে এখনও তল্লাসি চালাচ্ছে পুলিশ এবং এটি চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।
এক বিবৃতিতে কুইন্সল্যান্ড পুলিশ জানায়, শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটার দিকে মুরি স্ট্রেটে এক নারী আহত হয়েছেন বলে খবর পেয়ে তারা ছুটে আসে। পরে ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে তারা ওই আট শিশুর লাস উদ্ধার করে। এদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে। আর আহত নারীর বয়স ত্রিশের কোঠায়। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী পুলিশি তদন্তে সহায়তা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।