ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

১৮৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৯, ২০১৪ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

Boko haramআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার এক গ্রামে হামলা চালিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৮৫ জনকে অপহরণ করেছে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। এ সময় তাদের হামলায় ৩২ জন নিহত হয়। শুক্রবার স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, রোববার বর্নো প্রদেশের গুমসুরি নামের এক প্রত্যন্ত গ্রামে হামলা চালায় বোকো হারাম। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং ওই এলাকার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলে অপহৃতদের এই সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে স্থানীয় সরকার। রোববার এ হামলা হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তিন দিন পর এই অপহরণের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায়।
তারা বলছেন, রোববার অতর্কিতে গুমসুরি গ্রামের জনগণের ওপর হামলা চালায় বোকো হারামের বন্দুকধারী জঙ্গিরা । তারা ঘরবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে । এতে গ্রামের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলেও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে গুমসুরি হামলার দায়িত্ব স্বীকার করেনি বোকো হারাম।  তবে নাইজেরিয়ায় তারাই সাধারণত এসব সন্ত্রাসী হামলা চালিয়ে থাকে।  দেশটিতে  গত পাঁচ বছর ধরে চলা বোকো হারামের বিদ্রোহে ১৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৫ লাখ মানুষ গৃহহীন হয়েছে। রোববারের ওই হামলার পর ও গুমসুরি থেকে মাইদগুরি পালিয়ে এসেছে  ভীত সন্ত্রস্ত মানুষজন। তাদের মুখ থেকেই ওই হামলার খবর নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।
বোকো হারাম এর আগে গত এপ্রিল মাসে দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল। তাদেরকে এখনো উদ্ধার করতে পারেনি নাইজেরিয়া সরকার।