স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-ভারতের ক্রিকেট সম্পর্ক নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহারিয়ার খান। চ্যাম্পিয়নস লিগ হকিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘটা কেলেঙ্কারির প্রেক্ষিতে এই শঙ্কা পিসিবি প্রধানের।
এই মাসের শুরুর দিকে চ্যাম্পিয়নস লিগ হকির সেমিফাইনালে ভারতকে হারিয়ে উন্মত্ত হয়ে পড়েছিল পাকিস্তানের খেলোয়াড়রা। জয়ের আনন্দ করতে গিয়ে ভারতের দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে নানা অশালীন অঙ্গভঙ্গিও করে তারা। ফলে এই ঘটনা অঙ্কুরেই থামিয়ে দিতে আন্তর্জাতিক হকি ফেডারেশন পাকিস্তান দলের দুই হকি খেলোয়াড়কে শাস্তি প্রদান করে।
কিন্তু এই বহিস্কারাদেশ কি হকির সেই কালিমা মোচন করতে পারবে? বিষয়টি নিয়ে শঙ্কিত শাহারিয়ার খান। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ক্রিকেট সম্পর্ক বেশ ভালো। আগামী বছর আমরা সংযুক্ত আারব আমিরাতে একটি দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজনের কথাও ভাবছি। তবে হকিতে যে কাণ্ড ঘটেছে তা আমাদের ক্রিকেটকে প্রভাবিত করতে পারে। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের সম্ভাবনা আরও কমে আসবে।’