ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত করতে বঙ্গবন্ধুকে হত্যা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৯, ২০১৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

Babu satishনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় বলেছেন, ‘স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতেই দেশি-বিদেশি শক্র মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।’
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সতীশ চন্দ্র বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশি-বিদেশি শক্রুরা মিলেই স্বাধীনতার চেতনা যাতে জীবিত না থাকে সে চেষ্টা করে গেছেন। কিন্তু তারা সফল হতে পারেননি। শেখ হাসিনার নেতৃত্বে দেশের আপামর জনসাধারণ আজ সে চেতনাকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’
‘আপনারা সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাবেন।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সভাপতি কাজী মমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।
তারা বলেন, লন্ডনে বসে শব্দ বোমা দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না তারেক জিয়া। তার কথা শুনে মানুষ এখন তাকে উপহাস করছে।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. হারুনুর রশীদ খান।