আন্তর্জাতিক ডেস্ক : ২০১০ সালে সংঘটিত এক মর্মান্তিক বিমানহামলায় তিন বছরের জন্যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন চীনের এক বৈমানিক। বৈমানিকের পদবী ক্যাপ্টেন, নাম ক্যি কোয়ানজুন। ঐ দুর্ঘটনায় ৪৪ আরোহী প্রাণ হারিয়েছিলেন।
চীনের হেনান অ্যায়ারলাইন্সের ঐ বিমানটিতে যাত্রীসংখ্যা ছিল ৯৬। ইচান বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বন্দরটিতে বিমান নামার মতো যথেষ্ট আলো ছিল না, এমন রিপোর্ট পাওয়ার পরও কোয়ানজুন তাতে অবতরণ করেন। অতঃপর রানওয়েতে অতিরিক্ত গতি ট্যাক্সিংএর সময় বিমানে আগুন ধরে যায়।
এছাড়াও বৈমানিক আর্তদের সাহায্যে এগিয়ে আসতে যথেষ্ট গড়িমসি করেছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। সার্বিক বিবেচনায় বিমানবন্দরের নিয়ম ভাঙার অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
উল্লেখ্য, ২০০৪ সালে মঙ্গোলিয়ার অভ্যন্তরে অপর এক বিমান দুর্ঘটনায় ৫৫ আরোহী নিহত হওয়ার পর এটিই চীনের সবচেয়ে প্রাণহানিকর বিমানদুর্ঘটনা।