স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্ট ম্যাচে দলে থাকছেন না লংকান অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। হ্যমস্ট্রিং ইনজুরির শিকার হয়ে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।
গত সাপ্তাহে উরুর পেশিতে চোঁট পান তিনি। মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার পেশির অংশিক ছেড়ে গেছে। ফলে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-শ্রীলংকা টেস্টে শুরু হওয়ার আগে মাঠে নামার মতো অবস্থায় ফিরতে পারবেন না হেরাথ।
তবে শ্রীলংকা দলের ম্যানেজার মিচেল ডি জয়সা জানান, ‘উরুতে চোঁট পেয়েছেন হেরাথ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার আগে প্রস্তুতিতে তিনি এই আঘাত পান। তাকে খুব শিগগির দলে ফিরে পাব বলে ভাবছিলাম। কিন্তু গত তিন সাপ্তাহ ধরে তিনি মাঠের বাইরেই আছেন।’
কবে তাকে দলে পাওয়া যাবে এমন প্রশ্নে উত্তরে তিনি ক্রিইনফোর কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও কিছুটা সংশয় রয়েছে আমার।
সে কারণেই বৃহস্পতিবার শ্রীলংকা দল যখন নিউজিল্যান্ডের বিমান ধরছিল তখন অনুপস্থিত ছিলেন ৩৬ বছর বয়সী স্পিনার।