স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার কোচ হয়ে ফুটবলপ্রেমীদের দারুণ বিস্ময় উপহার দিয়েছিলেন লুইস এনরিকে।
কিন্তু বিস্ময়টা সেখানেই মাটিচাপা পড়েনি। ম্যানেজারিংয়ের প্রথম ছয় মাসে ক্রীড়াবোদ্ধাদের প্রতিনিয়তই নতুন কিছু উপহার দিচ্ছেন কাতালনিয়ার নতুন স্প্যানিশ ম্যানেজার। এই যেমন বার্সার কোচ হিসেবে প্রথম ২৩ ম্যাচে ভিন্ন ২৩ ধরনের একাদশ খেলিয়েছেন এনরিকে। কিন্তু আস্থা রাখতে পারছেন না নির্দিষ্ট কোনো একাদশের উপর। কেননা কোনোভাবেই দল সেভাবে ক্লিক করতে পারছে না।
এ নিয়ে বিস্তর সমালোচনারও মুখে এনরিকে। কিন্তু তাতে থোড়াই কেয়ার করেন আন্দালুসিয়ান কোচ। মঙ্গলবার কোপা ডেল রে’র ম্যাচে হুয়েস্কাকে দুই পর্ব মিলিয়ে ৮-১ ব্যবধানে গুড়িয়ে এনরিকের বক্তব্য, ‘আমি সমালোচনাকে গায়ে মাখিনা। কেননা এই বিষয়টির উপর আমার ডাক্তার নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ তবে অন্যরা যাই বলুক বার্সা প্রেসিডেন্ট কিন্তু এনরিকের উপর পূর্ণ আস্থা রাখছেন।
বৃহস্পতিবার জোসেফ মারিয়া বার্তেমিউ বলেন, ‘২০১৫ সাল হবে বার্সার। এই বার্সার একাদশ ও লুইস এনরিকের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। অবশ্য ২০১৪ সালটা আমাদের জন্য খুব কঠিন। এজন্য কাজ করছি আমরা।’