বিনোদন ডেস্ক : গেল কয়েক বছরে ধারাবাহিকতায় এবারও ৭১ টি কবিতা নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ শিরোনামের একক আবৃত্তি অনুষ্ঠানটি আয়োজন করেছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।
আগামী ২৫ ডিসেম্বর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠানটি। ২০১০ সাল থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠানের আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। প্রতিটি অনুষ্ঠানে আবৃত্তি করা হয় ৭১ টি কবিতা। কবিতার বিষয় থাকে প্রেম,দ্রোহ আর স্বদেশ ভাবনা।
মূলত ১৯৭১ সালের ভাবনা আর মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।