ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চাই বিশ্বমানের শিক্ষা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৫, ২০১৪ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী  নাহিদ {focus_keyword} চাই বিশ্বমানের শিক্ষা jbamn7d1 e1404636275277নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য চাই বিশ্বমানের শিক্ষা। যাতে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে এমনভাবে গড়ে তুলতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাগর-রুনি মিলনায়তনে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও লেখক সদস্যদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা‌‌‌ক্ষেত্রে অতীতের সরকারের চেয়ে উন্নয়ন বেশি হয়েছে আমাদের সরকারের আমলে। এখন প্রয়োজন শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা, আধুনিক বাংলাদেশ নির্মাণে শিক্ষায় আমূলক পরিবর্তন আনা। তাই শিক্ষানীতি করেছি। এই শিক্ষানীতি কোনো দলীয় নয়, সব দলের সঙ্গে কথা বলে করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘উচ্চশিক্ষার জন্য উন্নত রাষ্ট্রেও প্রতিযোগিতা করতে হয়। তাই বাংলাদেশের জন্য এটা স্বাভাবিক। তবে দেশে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এখন সামনে আমাদের মূল সমস্যা হচ্ছে শিক্ষার গুণগতমান রক্ষা করা।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এসএসসি-এইচএসসি পরীক্ষা যেই তারিখে শুরু হচ্ছে ঠিক তার ৬০ দিন পর ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা এতে এক ফোটাও বিলম্ব করছি না।’

তিনি বলেন, ‘৯৯ শতাংশের বেশি শিশু স্কুলে নিয়ে আসা হয়েছে। তবে আগামী ২০১৫ সালের মধ্যে সমতা চলে আসবে বলে আশা করছি।’

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘তোমরা তোমাদেরকে সঠিকপন্থায় গড়ে তোলো, আমরা তোমাদেরকে সর্বাত্তকভাবে সহযোগিতা করে যাবো।’

ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আজকে পৃথিবীতে সত্যের উপর আঘাত হানা হচ্ছে। যার ফলে সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। আর সত্যের বিকৃতি ঘটিয়ে সাংবাদিকতা করলে সেখানে তথ্য থাকে না। তবে সব সময় সত্যের সঙ্গে থাকবো। প্রয়োজনে সত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবো।’

সমকাল সম্পাদক গোলাম সরওয়ার বলেন, ‘চাটুকারীতার আশা নিয়ে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতায় প্রতিযোগিতা থাকবে। কিন্তু অসুস্থ প্রতিযোগিতা ভালো না। সাংবাদিকতায় স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধও থাকতে হবে।’

তিনি সম্প্রচার নীতিমালা সম্পর্কে বলেন, ‘এই নীতিমালা চূড়ান্ত করার আগে সবার মতামত নেয়া উচিৎ। আমরা এমন সাংবাদিকতা করবো না যেন দেশ ও মানুষের ক্ষতি হয়।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাহেদ চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা স্টক একচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ।