ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে ডুবাতে তারেকই যথেষ্ট

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

Pabna-পাবনা প্রতিনিধি : আওয়ামী লীগের শীর্ষ নেতারা বললেন, বিএনপিকে ডুবানোর জন্য তারেকই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাস। যারা তাকে অসম্মান করতে চায়, ছোট করতে চায়, তারা নিজেরাই আজ ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে। সুতরাং এ ধরনের উক্তির মাধ্যমে ইতিহাসকে বদলানো যাবে না।’
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে গিয়ে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া যত অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাস করেছিলেন, এজন্য বাংলার জনগণ তাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছে। সেই আস্তাকুড় থেকে তাকে আর জনগণ ফিরিয়ে আনবে না। তার আন্দোলন কাগজের মধ্যেই থাকবে, মিডিয়ার মধ্যেই থাকবে, বাস্তবে রূপ লাভ করতে পারবে না।’
দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গত চার বছর ধরে বেগম জিয়া একই কথা বলে আসছেন। এটা নিতান্তই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। তিনি যে দল পরিচালনায় ব্যর্থ তার প্রমাণ গত ৫ জানুয়ারির নির্বাচনেই তার নেতাকর্মীদের মধ্যে জানান দিয়েছেন। তাই বৃথা হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না।’
পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর একটায় সম্মেলন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিচালনায় সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় সদস্য এএইচএম খাইরুজ্জামান লিটন এমপি, আব্দুর রহমান এমপি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসন ও কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান, পাট ও বন্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ও কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন।
এছাড়াও সম্মেলনে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সম্মেলনের শুরুতেই পাবনা পুলিশ লাইন মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম এমপি।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। শহরকে সাজানো ছিল নতুন সাজে। শহর ও শহরের বাইরে নির্মিত হয়েছে অসংখ্য তোরণ। সাটানো ছিল নেতাকর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য জেলা পুলিশ প্রশাসন থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। সর্বশেষ ২০০৫ সালের ৫ এপ্রিল অনুষ্ঠিত হয় পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরপর আর কোনো সম্মেলন হয়নি পাবনা জেলা আওয়ামী লীগের।