ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চালক নিহত: ইবির বাসে ফের ভাঙচুর

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসের ধাক্কায় নসিমন চালক নিহতের ঘটনায় ইবির বাস ফের ভাঙচুর করেছে করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এছাড়া ওই দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি ক্যাবলসের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জীবন মিয়া (২৮) কুষ্টিয়ার মিরপুর থানার বিবাগ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি ক্যাবলসের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ইঞ্জিন চালিত একটি নসিমন গাড়ি এক্সেল ভেঙে হঠাৎ থেমে যায়। এসময় পেছনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস (কুষ্টিয়া ঝ ১১-০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক জীবন মিয়া ঘটনাস্থলে নিহত হন।
এ ছাড়া নসিমনে থাকা আরো একজন যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আহতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নসিমনের চালক নিহত হওয়ার পর স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের ওই বাসে ব্যাপক ভাঙচুর চালায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে ওই সড়ক দুর্ঘটনায় আমাদের বাসের চালকের কোনো ভুল ছিল না। চলতে পথে রাস্তায় নসিমন গাড়ির এক্সেল ভেঙে যায়। এসময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসের সাথে নসিমনের ধাক্কা লাগে। ভাঙচুরের কারণে প্রায় ৩০হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’