ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : পিলখানা সদর দপ্তরে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) দিবসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে পিলখানা সদরদপ্তরে তিনি এই দিবসের উদ্বোধন করেন। এসময় বিজিবি সদস্যরা দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব সঠিকভাবে পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞ বলে জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াতের সহিংসতা রোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ এসময় দেশ ও জাতির কল্যাণে বিজিবির সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী।
এর আগে এক বাণীতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে পবিত্র আমানত মনে করে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিজিবি দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজিবি সদস্যরা দেশের সীমান্তরক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশগঠনমূলক কাজে প্রশংসনীয় ও অনুকরণীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। বর্ডার গার্ড বাংলাদেশকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’ প্রণয়ন করেছে।’
বিজিবির নতুন সাংগঠনিক কাঠামো ও জনবল অনুমোদন এবং পদবি কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাহিনীর কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য চারটি রিজিয়নের আওতায় কমান্ড স্তর বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নতুন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বাহিনীর নিজস্ব র‌্যাঙ্ক-ব্যাজ প্রবর্তন করে বিজিবি’র স্বকীয়তা, সৌকর্য ও আস্থাকে সমুন্নত করা হয়েছে।’
সীমান্তে বিজিবির অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এ বাহিনীর সর্বনিম্ন পদ থেকে সুবেদার মেজর পর্যন্ত সদস্যদের ৩০ শতাংশ সীমান্ত ভাতা, রেশন বৃদ্ধি, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং আবাসন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। পদোন্নতিযোগ্য সদস্যদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’