চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট খাজা রোড এলাকায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহতদের বড় ভাই মইনুদ্দীন মহসিন বাদী হয়ে শনিবার দুপুর ১টার দিকে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত একই এলাকার অপর কাঠ ব্যবসায়ী আইয়ূবকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার ভোরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগে জিয়াউদ্দিন জিয়া, লোকমান হোসেন ও অজ্ঞাত একজনকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘দুই সহোদর হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তিনজনেক গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। মূলত ব্যবসায়িক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।’
তিনি বলেন, ‘আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। যেহেতু খুনের মোটিভ মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তাই মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করা যাবে। এখন আসামিদের গ্রেপ্তারের ওপর পুলিশ জোড় দেবে।’
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকার ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২) নামে দুই সহোদর নিহত হন।