নিজস্ব প্রতিবেদক : ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল ও পূর্ণ মর্যাদা দেয়াসহ অবিলম্বে নীতিমালা পাস না করলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ইবতেদায়ী শিক্ষকদের এক অবস্থান ধর্মঘট থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
সংগঠনের সভাপতি এসএম জয়নুল আবেদীন জেহাদী বলেন, ‘ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা ৩০ বছরেও পূর্ণ মর্যাদা পায়নি। আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলার স্বীকার।’
মাদরাসা শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষার প্রাথমিক স্তর ইবতেদায়ী শিক্ষা। আর এ শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করার অর্থ মাদরাসা শিক্ষাকে অবমূল্যায়ন করা। তাই মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে হলে ইবতেদায়ী মাদরাসাগুলোকেও মূল্যায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘সরকার নীতিমালার অযুহাতে ইবতেদায়ী শিক্ষকদের জতীয় স্কেল থেকে বঞ্চিত করে রেখেছে। অবিলম্বে নীতিমালা পাস করতে হবে অন্যথায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।’
এসময় সংগঠনের পক্ষ থেকে চারদফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদান করতে হবে; ইবতেদায়ী নীতিমালা চূড়ান্ত করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ের সমান সুযোগ-সুবিধা প্রদান এবং ইবতেদায়ী মাদ্রাসার বন্ধ রেজিস্ট্রেশন পুনরায় চালু করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব মো. শামছুল আলম, মাওলানা শাহজাহান, মো. আব্দুস সাত্তার, তমিজউদ্দিন, মুক্তিযোদ্ধা দিদার হোসাইন প্রমুখ।