ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

১৩ দফা নিয়ে ৮ দিনের কর্মসূচি কৃষক দলের

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Krishak-dalনিজস্ব প্রতিবদেক : কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে ও কৃষক ব্যবহৃত সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের কাছে ১৩ দফা দাবি ও ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে কৃষক দল।
শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী দলের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি উত্থাপন করে কর্মসূচি ঘোষণা করেন।
দাবিগুলো হলো: ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ করতে হবে, সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় করতে হবে, ভারত থেকে ভুট্টা আমদানি বন্ধ করতে হবে, দলীয় চাদাবাজী ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, নেরিকা ধানের চাষ বন্ধ করতে হবে, ডিজেলের মূল্য কমাতে হবে, হাটে ইজারাদারদের দৌরাত্ম বন্ধ করতে হবে, ব্যাংক ঋণের ক্ষেত্রে ঘুষ ও দলালী বন্ধ করতে হবে, কৃষি উপকরণের মূল্য কমাতে হবে, কৃষিতে ভর্তুকী বাড়াতে হবে, বিদ্যুতের মূল্য আর বৃদ্ধি করা যাবে না, কৃষকের প্রতি সহিংসতা বন্ধ করতে হবে এবং সীমান্তে নিরীহ কৃষক হত্যা বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কৃষি আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের পতন নিশ্চিত করে বাংলাদেশে কৃষিবান্ধব সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমূর্সচিগুলো হলো: ২৩ ডিসেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে আলোচনা সভা, ২৯ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ৩০ ডিসেম্বর কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।