ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তারেকের সামান্যতম জ্ঞান নেই

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

rashed-khan-menon-2নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সামান্যতম জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের শহীদ রাসেল মঞ্চে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ: যুদ্ধাপরাধীদের বিচার ও যুব সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘বঙ্গবন্ধু রাজাকার’ তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে মেনন বলেন, ‘সে (তরেক) বঙ্গবন্ধু সম্পর্কে উন্মাদের মতো যে কথা বলেছে তাতেই প্রমাণ হয় তার কোনো জ্ঞান নেই।’
জিয়াউর রহমানের উত্তসুরি বলেই তারেক এমন কথা বলতে পারে বলেও মনে করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে ইতিহাস বিকৃতি করে যে কথা উচ্চারণ করছে, তার বিরুদ্ধে আজকের যুব সমাজকে সোচ্চার হতে হবে। এ বালকই হাওয়া ভবনে বসে রাজনীতির নামে উন্মাদ হয়েছিল। তারই ফলশ্রুতিতে যুব সমাজ টেন্ডারবাজি, দুর্নীতির দিকে ধাবিত হয়েছিল। যুব সমাজ নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে কোনো উদ্যোগ ছিল না বলেই আজকে শিশুদের ওপর তালেবানদের আক্রমন। তাই বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
ঘাতক দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘জিয়াউর রহমান পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করে ধর্মের নামে রাজনীতি শুধু ফিরিয়েই আনেননি যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন। সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাতিল করেছিলেন। অনেক মুক্তিযোদ্ধাকেও হত্যা করেছিলেন।’
পাকিস্তান ব্যর্থরাষ্ট্র ও ধ্বংসের রাজনীতিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানে আজকে জঙ্গিবাদের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশেও জামায়াত সমস্ত অর্জন ধ্বংস করে দিচ্ছে। আর তাদের সঙ্গে আছে বিএনপি। জামায়াত ও আমেরিকা বর্তমান সরকারকে উৎখাত করতে উঠে-পড়ে লেগেছে। কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা থাকলে আমেরিকার কোনো ফতোয়াই বাস্তবায়ন হবে না।’
সংগঠনের সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ১১ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বা আলী খান কলিন্স প্রমুখ।