আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে এ সতর্কতা জারি করা হয়। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে জিম্মি সংকটের পরিপ্রেক্ষিতে, মার্কিনীদের ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সিডনিতে গত সোমবার একটি ক্যাফেতে ঢুকে পড়ে এক অস্ত্রধারী। এ ঘটনায় দুই জিম্মি ও ওই বন্দুকধারী নিহত হয়। মার্কিন পররাষ্ট্র দফতর সতর্কবার্তায় জানিয়েছে, সিডনির ঘটনা থেকে এ বিষয়টি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের আরও সতর্ক হতে হবে। তাদের নিরাপত্তা জোরদারে আরও পদক্ষেপ নিতে হবে।
এতে আরও বলা হয়, এর আগের হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে বলা যায়, সন্ত্রাসীরা ছুটির এই মৌসুমে কেবল যুক্তরাষ্ট্রের সরকারি স্থাপনাগুলো নয়, বিভিন্ন হোটেল, বিপণীবিতান, ধর্মীয় স্থান ও স্কুলগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে রাখতে হবে, সন্ত্রাসী সংগঠন ও তাদের অতিউৎসাহী সমর্থকেরা জনসমাগম স্থলগুলোতেই হামলা চালাতে পারে।