ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাশ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

boykotআন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রের ওপর দিয়ে নিয়ে যাওয়া লেবাননের তেলের পাইপ লাইনে হামলা চালানোয় ৮৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার রাতে সাধারণ পরিষদের বৈঠকে এ প্রস্তাব পাশ হয়।
২০০৬ সালে ইসলামি চরমপন্থি সংগঠণ হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ইসরাইল। ওই সময় সমুদ্রের ওপর দিয়ে নিয়ে যাওয়া লেবাননের তেলের পাইপ লাইনে হামলা চালায় ইসরাইলের বিমানবাহিনী। এতে লেবান উপকূল থেকে শুরু করে সিরীয় উপকূল পর্যন্ত তেল ছড়িয়ে পড়ে।
শুক্রবার সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে এ ঘটনাকে ‘পরিবেশের জন্য বিপর্যয়কর’ হিসেবে উল্লেখ করা হয়। এর আগেও এ তেল ছড়ানোর ঘটনায় ক্ষতিপূরণ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। তবে এবারই প্রথম এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করা হলো।
শুক্রবার প্রস্তাবটি ১৭০-৬ ভোটে পাশ হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া ও মার্শাল আইল্যান্ড।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি মিশন, এক বিবৃতিতে এ প্রস্তাবকে বিতর্কিত ও ইসরাইলের বিরুদ্ধে বলে মন্তব্য করেছে।