নিজস্ব প্রতিবেদক : শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ কনফারেন্স।
শনিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এর উদ্বোধন করেন। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিইআরসি’র (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) চেয়ারম্যান এ আর খান, বুয়েটের ভাইস চ্যান্সেলর খালেদা ইকরাম, আইসিইসিই-এর অর্গানাইজিং চেয়ারম্যান প্রফেসর তাইফুর আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, ‘খুব ভালো কিছু করার জন্য আমাদের নতুন প্রজন্মকে দরকার। আর বর্তমানে নতুন প্রজন্মই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের জন্যই আমরা আমরা আজ থ্রিজিসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির সাথে প্রতিদিন পরিচিত হচ্ছি।’ উল্লেখ্য, বিভিন্ন সেশনে ভাগ করা কনফারেন্সটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।