ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিকল্প না পেয়েই ডি ক্রুইফকে স্মরণ!

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২০, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

D. cruifস্পোর্টস ডেস্ক : অক্টোবরের শেষভাগে বাংলাদেশ থেকে বিষণ্ণ বিদায় নিতে হয়েছিল ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। বিদায় নেবার সময় বলেছিলেন, ‘আমার মন কাঁদছে এভাবে বিদায় নিতে চাইনি।’ অবশ্য বিদায়টা সুখকর হয়নি বলেই যে আবারও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি তা নয়। বিভিন্ন ক্লাব পর্যায় থেকে কিছু প্রস্তাব পেলেও এখনও চাকরি জোটেনি এই ডাচ কোচের।
অন্যদিকে বঙ্গবন্ধু কাপের আগেই নতুন বিদেশি কোচের সন্ধানে হন্যে হয়ে খোঁজাখুজির কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু হাতে হাই প্রোফাইলধারী বিকল্প কই। ভাল প্রোফাইলধারী  যারা আছেন তাদের তো বেতন দিতে হবে বিদায়ী কোচ ক্রুইফের চেয়েও অনেক বেশি। সাতক দিন আগে এমন তথ্য জানিয়েছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।
শক্রবার জানিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। যে কোচকে আর দেশে ফিরিয়ে আনা হবে না বলে বিদায় দিয়েছিল ফেডারেশন, সেই ক্রুইফেই আবারও ভরসা রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘জার্মানির দুই জন কোচ বিকল্প হিসেবে আছেন। কিন্তু তাদের অভিজ্ঞতা মন মতো হচ্ছে না। ডি ক্রুইফ যেহেতু আমাদের দলটাকে ভালো করে চেনেন এবং তিনি আবারও আসতেও আগ্রহী, তাঁকে বঙ্গবন্ধু কাপের জন্য আনতে পারি। যদি ভালো করেন, তাহলে তাঁর সঙ্গে চুক্তি বাড়াতেও পারি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রুইফও তার ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন।
অথচ এই কোচের বিপক্ষেই নানা অভিযোগ ছিল বাফুফের। ১৬ মাসের মধ্যে সাত-আট মাস নাকি ছুটি কাটিয়েছেন তিনি। আর কখনও তাকে ফিরিয়ে আনার কথা তাই অবিশ্বাস্যই ছিল তখন। কিন্তু সময়ের সঙ্গে প্রেক্ষাপটও গেছে বদলে।
শনিবার বাফুফে ভবনে ক্রুইফকে আবারও ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন উঠছিলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ক্রুইফকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও কোন কিছু হয়নি। অন্য যে কেউ আসতে পারেন।’
তবে বিকল্প যারা আছেন কারও সঙ্গেই এখনও চূড়ান্ত কোন আলোচনা হয়নি বাফুফের। আর বঙ্গবন্ধু কাপ শুরু হচ্ছে ১৭ জানুয়ারির।  তাই এক মাসেরও কম সময়েল মধ্যে বিকল্প কোন কোচের সন্ধান পেয়ে যাবে ফেডারেশন এমন কথা হলফ করে বলতে পারছে না কেউ।
তাই বাফুফের কাছে এখন হাতের পাঁচ লুডভিক ডি ক্রুইফ। নতুন কেউ আসলে হয়তো দলের সঙ্গে মানিয়ে নিতেও অনেক সময় লাগবে। তাই চেনা পরিবেশে ক্রুইফকে আবারও দেখা যেতে পারে মামুনুলদের দীক্ষা দিতে।