নিজস্ব প্রতিবেদক :
ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় এসেছে সচিবালয়। তবে প্রয়োজনের তুলনায় এই নেটওয়ার্কে ইন্টারনেটের কম ব্যান্ডউইথ রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।
রোববার ওয়াই-ফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সকাল ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদার।