ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মাকসুদুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২১, ২০১৪ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

maksudul-alomনিউজ ডেস্ক : পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী অধ্যাপক ড. মাকসুদুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারনমিন চৌধরী গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার পৃথক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। খবর বাসসের।
শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ কৃষি বিজ্ঞানে মাকসুদুল আলমের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু জাতির জন্যে এক অপূরণীয় ক্ষতি।’
তিনি মাকসুদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, ‘মাকসুদুল আলমের অকাল মৃত্যু বাংলাদেশের জন্য এবং বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিশেষ করে শস্য বিচিত্রকরণের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বিজ্ঞানী মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘মাকসুদুল আলম বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের জীন আবিষ্কারক। তার এ আবিষ্কার বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন। পাটের জীন আবিষ্কারের ফলে পাটের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি ছিলেন পাণ্ডিত্যের প্রাচীর। তার মৃত্যুতে বাংলাদেশ একজন অনন্য বিজ্ঞানীকে হারালো।’
স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের প্রফেসর ড. মাকসুদুল আলম গতকাল শনিবার হাওয়াইয়ের কুইন মেডিক্যাল সেন্টারে মৃত্যুবরণ করেন। তিনি লিভার  সিরোসিসে ভুগছিলেন। এছাড়ার তার ফুসফুসেও জটিলতা ছিল।