সাভার প্রতিনিধি : দেশ নিয়ে নয় বরং বিএনপি তাদের দল নিয়েই বেশি দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাই বিএনপি এখন উন্মাদের মতোই কথা বলছেন, তারা উন্মাদ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৫৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রেসিডেন্ট পদ বাংলাদেশ কিনে এনেছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, ‘একজন সাবেক মন্ত্রী হিসেবে মঈন খান এ তথ্য কোথায় পেলেন, সাহস থাকলে এর সপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করুন। বিএনপি প্রমাণ করেছে তারা দেশের মঙ্গল চায় না।
আগামী ৫ জানুয়ারি ঘিরে বিএনপির আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার গঠনের পর থেকে এক বছর ধরেই তো তাদের আন্দোলনের হুমকি শুনে আসছি। তবে বছরটি তো ভালোভাবেই শেষ হলো। আগামীতে কি হবে তা পরে দেখা যাবে। সাভারের বিপিএটিসিতে চারমাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন জুডিশিয়াল সার্ভিসসহ ২০টি ক্যাডারের ২৬২ জন কর্মকর্তা। যাদের ৭৭ জনই নবীন নারী কর্মকর্তা।
বিপিএটিসির রেক্টর একেএম আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদেক, সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।