নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় বাসায় প্রবেশ করে এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড্ডা পোস্ট অফিস এলাকার ২০৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম সাজেদা বেগম (৩৫)। তার স্বামী আব্দুর রউফ পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
আব্দুর রউফ জানান, তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে বাসায় প্রবেশ করতেই দেখতে পান মানুষের ভীড়। পরে তাদের মুখেই জানতে পারেন তার স্ত্রীকে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত গুলি করে পালিয়েছে। গুলিটি বাম পায়ে লেগেছ। তবে কি কারণে গুলি করা হলো তা তিনি জানাতে পারেননি।
ঘটনার পরপরই সাজেদাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এএসআই হায়দার আলী জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কি কারণে গুলি করা হয়েছে তা তদন্তের পরেই জানা যাবে।