আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় উপমহাদেশে আল-কায়দার নতুন সন্ত্রাসী ইউনিট ‘কায়েদাত আল-জিহাদের’ নেতৃত্ব দেবেন পাকিস্তানের অসিম ওমর। আল-কায়দা প্রধান আয়মন আল-জাওয়াহিরি নতুন ইউনিটের নেতা হিসেবে তার নাম ঘোষণা করেছেন।
খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মুসলিম তরুণদের জিহাদের পথে উজ্জীবিত করতে ওমর ধারাবাহিকভাবে কয়েকটি বিবৃতি দিয়েছেন। এসব বিবৃতিতে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোয় খেলাফত প্রতিষ্ঠা বা ইসলামী রাষ্ট্র কায়েমের আহ্বান জানানো হয়েছে। তার প্রচার কৌশলের সঙ্গে পাকিস্তানের উগ্রসংগঠন লস্কর-ই তৈয়বা ও জয়েস-ই-মেহাম্মদের মিল রয়েছে।
তবে আল-কায়দার এবারের প্রকাশ্য ঘোষণা ছাড়া এর আগে ভারতে তাদের কার্যক্রমের তেমন নজির পাওয়া যায় না। ২০০৮-০৯ সালে এক ইয়েমেনি গোয়ায় সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিল। ইরাক যুদ্ধে সে মারা যায়। মার্কিন নিরাপত্তা বাহিনী তার কম্পিউটার জব্দ করে।
ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বলছে, উপমহাদেশে আল-কায়দার কার্যক্রম বিস্তৃতির প্রচেষ্টা ‘অস্বাভাবিকও নয়, আবার অপ্রত্যাশিতও নয়।’ সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে জানান, আল-কায়দা উপমহাদেশে নিজেকে আলোচনায় নিয়ে আসতে চায়। আর এখানকার পরিবেশও এ ধরনের উগ্রসংগঠনের পক্ষে।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তাদের প্রাথমিক পর্যালোচনায় বলেছে, ভারতীয় মুজাহেদীন বা পাকিস্তানভিত্তিক আইএমের মাধ্যমে আল-কায়দা সেখানে হামলা চালাতে পারে।
আল-কায়দার শীর্ষ নেতা আয়মন আল-জাওয়াহিরি বুধবার এক ভিডিও বার্তায় জানান, তারা উপমহাদেশে আল-কায়দার একটি নতুন ইউনিট প্রতিষ্ঠা করেছেন। এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে খেলাফত প্রতিষ্ঠায় কাজ করবে।
তার মতে, ‘আল-কায়দার ভারতীয় শাখা গঠনের ফলে উপমহাদেশে ইসলামি শাসনের জিহাদি ঝাণ্ডা সমুন্নত রাখা সম্ভব হবে।’
৫৫ মিনিটের ওই ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, ‘ভারতীয় উপমহাদেশে আল-কায়দার শাখা গঠন মিয়ানমার, বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মিরের মোসলমানদের জন্য আনন্দের খবর।’ নতুন এ শাখা মোসলমানদের অন্যায় ও আগ্রাসন থেকে রক্ষা করবে বলেও তিনি দাবি করেন।