ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চোট নিয়েই প্রোটিয়া দলে রুশো

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২২, ২০১৪ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Rail Russuস্পোর্টস ডেস্ক : চোটগ্রস্ত টপ অর্ডার ব্যাটসম্যান কুইন্টন ডি ককের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেলেন ২৫ বছর বয়সী ক্রিকেটার রিলে রুশো।
গেল ১২ ডিসেম্বর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন রুশো। মূলত আঙ্গুলের ইনজুরি থেকে সেরে ওঠার জন্য কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এই অবস্থায় কুইন্টন ডি ককের ইনজুরি ভাগ্য সুপ্রসন্ন করে রুশোর। ফলে পোর্ট এলিজাবেথে ২৬ ডিসেম্বর শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে তড়িঘড়ি করে স্কোয়াডে ডাকা হলো রুশোকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে নয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা রুশো নাইটদের হয়ে সর্বশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। খেলার কথা ছিল না ২৭ ডিসেম্বর মাঠে গড়ানো দলটির পরের ম্যাচেও। সোমবার নাইট কোচ সারেল সিলার্স বলেন, ‘রিলে এখনো তার আঙ্গুলের চোটে ভুগছে। সেজন্য ডাক্তারদের পরামর্শে আমরা তাকে বিশ্রামে রেখেছি, যেন সে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’
কিন্তু রুশোর শারীরিক এই দুরাবস্থা সত্ত্বেও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (এসএ) তাকে উইন্ডিজের বিপক্ষে পরবর্তী দুই টেস্টে দলে ডাকলো। অবশ্য সানফয়েল প্রথম শ্রেণির ক্রিকেটে এবার দুর্দান্ত ফর্মে ছিলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। ৪২.৯৩ গড়ে ঘরোয়া ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ ৬৪৪ রান তার নামের পাশে।