স্পোর্টস ডেস্ক : ফানচলে তার নামে যাদুঘর তৈরি হয়েছিল আগেই। এবার পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্মানে তার জন্মশহরে ভাস্কর্যও বসলো।
রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ জেতার পর ক্লান্তি দূর করতে জন্মশহর মাদেইরা দ্বীপপুঞ্জ ভ্রমণ করছেন রোনালদো। এরই এক ফুরসতে গোটা পরিবার নিয়ে ভাস্করের সামনে দাঁড়িয়েছিলেন সিআরসেভেন। তাতেই তৈরি হয়ে গেলো পর্তুগাল ফুটবল অধিনায়কের আবক্ষ মূর্তি। বিশাল ভাস্কর্যে রোনালদোকে তার বিখ্যাত ফ্রি-কিক স্টাইলে দেখা গেছে। অর্থাৎ, স্পট কিক কিংবা ফ্রি-কিক নেয়ার আগে রোনালদো যেভাবে দাঁড়ান তাই এই ভাস্কর্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।