বিনোদন ডেস্ক : অভিনয়ের প্রয়োজনে নগ্ন হতে রাজি বলিউডের মিরচি গার্ল রাখি সাওয়ান্ত। সম্প্রতি নিজের ছবির প্রচারে নেমে এমন কথাই বলেছেন তিনি।
রাখি বলিউডে যেটুকু জায়গা পেয়েছেন তা শরীর দেখিয়ে আর বেফাঁশ কথা বলেই। তাই সমালোচকরা বলছেন, রাখির শরীরের আর দেখার কিছু বাকি নেই দর্শকদের। তবে তিনি যদি পুরোপুরি নগ্ন হতে চান, তবে তা একটা বিষয় বটে।
সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে রাখি বলেন, ‘নিজের কৃতিত্বের জোরেই আজ আমি এখানে পৌঁছেছি। আমি নিজেকে গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না। অভিনয়ের প্রয়োজনে আমি শরীর দেখাতেও প্রস্তুত। এমনকি নগ্ন হতেও আমার কোনো আপত্তি নেই।
রাখির নতুন ছবি ‘মুম্বাই ক্যান ডান্স সালা’ মুক্তি পাচ্ছে আগামী ২ জানুয়ারি।