নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের সামনে ছিনতাইকারীদের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এতে ছেলে সাইমন (২৮) ঘটনাস্থলেই মারা যান এবং বাবা ইসরাফিল (৫৫) গুরুত্বর আহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইসরাফিলকে প্রথমে স্থানীয় খিদমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত সাইমনের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
খিলগাঁও জোনের পুলিশের সহকারী কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খিলগাঁও থানার এসআই লিয়াকত আলী জানান, মতিঝিলের ইউনিভার্সাল মানি এক্সচেঞ্জ থেকে বাবা ইসরাফিল এবং ছেলে সাইমন প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। তারা শান্তিপুর স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামার পরপরই আগে থেকে ওতপেতে থাকা ছিনতাইকারীরা তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইমন ঘটনাস্থলেই মারা যান।
লিয়াকত আরো জানান, তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানাতে পারে ইসরাফিলের কাছে ৪০/৪৮ লাখের মতো টাকা ছিল। যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। ইসারফিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাকা প্রকৃত পরিমাণ জানা সম্ভব হয়নি।