ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শীতেও হাসবে ঘাড় ও মুখের ত্বক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২২, ২০১৪ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

sitলাইফস্টাইল ডেস্ক : দেশজুড়ে জেঁকে বসা শীতের হাওয়া উড়িয়ে চলেছে আমাদের ত্বকের আদ্রতা। অপরদিকে হাওয়ায় থাকা ঠাণ্ডার রাজত্বে আমাদের অবস্থাও করুন। উষ্ণতার খোঁজে কখন জানি ঠাই নিয়ে ফেলি সূর্য মামার কাছে। আর তখনি ঘাড় ও মুখে সৃষ্টি হয় ছোপ ছোপ পোড়া দাগ। হাসতে ভুলে যায় সুন্দর কোমল ত্বক। জেনে নেয়া যাক এ থেকে পরিত্রাণের উপায়…
আলুর রস
সাধারণত রোদে পোড়া দাগ দূর করতে আলুর রসের বিকল্প নেই। আলুর রসের এন্টিওক্সিডেন্ট মুখের দাগের বিরুদ্ধে এন্টিবডি তৈরী করতে সাহায্য করে। প্রথমে একটি আলু কেটে ব্লেন্ড করে নিন। এবার এক চামচ মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে ঘাড় ও মুখের ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। ত্বকের মরা ও পোড়া কোষ দূর করে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে।
টক দই
ঘাড়ের কালো ছোপ দূর করতে টক দই এর তুলনা হয় না। ৩ চামচ টক দই এর সঙ্গে ১ চামচ মধু ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার গোসলের ২০ মিনিট আগে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ দিন ব্যাবহারে রোদে পোড়া দাগ হালকা হবে।
চন্দন
এক চামচ চন্দন গুড়ার সঙ্গে ১ চামচ গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরী করুন। যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে মধু অথবা দুধ ব্যাবহার করতে পারেন। এবার এই ঘন পেষ্টটি রোদে পোড়া এলাকায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
গোলাপ জল
সাধারণত বেশীক্ষণ রোদের মধ্যে থাকলে গরমে উপরের ত্বক অনেক উত্তপ্ত হয়ে যায়। ফলে কালো ছোপ পড়ে। তাই প্রত্যেকবার রোদ থেকে এসে গোলাপ জলে তুলা ভিজিয়ে মুখ পরিস্কার করে নিন। এছাড়া প্রতিদিন বিকেলে ১ চামচ মধু গোলাপ জলে মিশিয়ে কালো দাগের উপর লাগিয়ে ৫ মিনিট পর ধুয়ে নিতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
দুধের সর
কালো দাগ দূর করে ত্বকের আদ্রতা ফিরিয়ে আনতে একটি উপকারী উপাদান হলো দুধের সর। প্রথমে এক চামচ দুধের সর একটা বাটিতে নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এরপর ২ চা চামচ টমেটোর রস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে দেখুন আপনার ত্বক দারুন হাসছে।