ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আকাঙ্ক্ষা’স গ্ল্যামারে হুলুস্থুল বউ সাজ অফার

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২২, ২০১৪ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

bou2লাইফস্টাইল ডেস্ক : বিয়ের এই মৌসুমে কনের সাজে ব্যস্ত নগরীর বিউটি পার্লারগুলো। নানা রকম সাজে কনেকে নতুনভাবে উপস্থাপন করায় তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু অধিকাংশ পার্লারে এই সেবা নিতে খসাতে হচ্ছে বেশ মোটা অঙ্কের টাকা। তাই কেউ কেউ বিয়ের সাজটা বাসায়ই করে নেন। ঠিক এমন সময়ে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার বিয়ের কনেদের জন্য নিয়ে এলো হুলুস্থুল মূল্য হ্রাসের অফার।
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড চোখ ধাঁধানো তিন রকম সাজ এর দারুন প্যাকেজ দিচ্ছে মাত্র চার হাজার টাকায়। এর মধ্যে রয়েছে আধুনিক ট্রেন্ডি বউ সাজ, অধুনিক ন্যাচরাল লুক বউ, সাবেকি আমলের বউ সাজ। কনের সঙ্গে আসা প্রত্যেক সঙ্গীর জন্য থাকছে মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ মেকওভার করার সুযোগ। এই অফার চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে।
এছাড়াও শীতের ত্বক ও চুলে নানা সমস্যার অ্যারোমা থেরাপির মাধ্যমে সমাধান করে দিচ্ছেন অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ। বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন- ৩৭৫ ডি আই টি রোড, পূর্ব রামপুরা (টিভি সেন্টারের দক্ষিণ পার্শ্বে), এবং ২৫৫ ডি আই টি রোড, পশ্চিম রামপুরা (রামপুরা বাজারের পাশে), ঢাকা, ফোন : ০১৯৩৭ ৫১৩০০৬।