নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস, শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।
শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে আগত মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ১০২ ফ্লাইটের মুজিবুল খান নামে এক ব্যক্তির কাছ থেকে পৌণে এক কোটি টাকা মূল্যের স্বর্ণগুলো আটক করা হয়।
অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করে প্রায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।