হাসান রেজা : দেশের কৃষিখাতে দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকার অনেক আগেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা হাতে নেয়।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) দেশে এটিআই নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে বর্তমানে বাঞ্ছারামপুর ও সাটুরিয়ায় দু’টি এটিআই নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এ লক্ষ্যে একটি প্রকল্প গৃহীত হয়েছে যেটি ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় দু’টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্প’ (১ম সংশোধিত) নামে পরিচিত।
জানা গেছে, প্রকল্পটি ২০১৩ সালের ২৪ অক্টোবর একনেকে পাস হয়। ২০১৩ সালের জুলাই মাস হতে শুরু হওয়া প্রকল্পটির কার্যকাল ২০১৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৫৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. বেনজীর আলম জানান, বাঞ্ছারামপুরে এটিআই নির্মাণের লক্ষ্যে ৮ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এখানে বাউন্ডারি ওয়াল নির্মাণের লক্ষ্যে সম্প্রতি টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এ বাবদ ৪৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া মানিকগঞ্জের সাটুরিয়ায় ৪২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, অফিসার্স ডরমেটরি, স্টাফ ডরমেটরি, ছাত্রাবাস, কৃষক প্রশিক্ষণ ইউনিট, গোশালা ও পোল্ট্রি হাউজ এবং থ্রেসিং ফ্লোর সেড ও ফিল্ড অফিস নির্মাণ করা হবে। এ ছাড়া, প্রয়োজনীয় আসবাবপত্র ও খামার যন্ত্রপাতি ক্রয় করা হবে বলেও জানা গেছে।