চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সহিংসতার পথ কখনোই বেছে নেবেন না। সাহস থাকলে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করেন। সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁত ভাঙা জবাব দেবে।’
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন চান, অবশ্যই নির্বাচন হবে। তবে ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। এমনকি সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।’
তারেক রহমানকে ‘কু-পুত্র’ অভিহিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানের কু-পুত্র তারেক জিয়া বঙ্গবন্ধু সম্বন্ধে যে কুটূক্তি করেছে। জাতি তাদের কোনো দিন ক্ষমা করবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ’৭১ এর ঘাতকদের বিচার করে ২ লাখ ৩০ হাজার মা-বোনের সম্ভ্রমহানির বদলা নেবে। জিয়াউর রহমান গোলাম আযম, নিজামী, আব্দুল আলিম ও সাঈদীদের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছে।’
প্রধানমন্ত্রীত্বের জন্য শেখ হাসিনা রাজনীতি করেন না। তিনি এদেশের ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে খালেদা জিয়া নতুন করে জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন।’
তাদের এ দূরভীসন্ধি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, বাণিজ্য মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, আ.লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এএইচএম খায়রুজামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য গোলাম রাব্বানী, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস প্রমুখ।