নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি ) বরাবর অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি জানান, সোমবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি জানান, বিএনপি আগামী ৩ অথবা ৫ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিল শাপলা চত্বর এবং দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনের সামনের স্থান নির্ধারণ করেছে। এগুলোর যে কোনো একটি স্থানে সমাবেশের অনুমতি দেয়ার জন্য আবেদন করা হয়েছে।