সাতক্ষীরা প্রতিনিধি : সম্প্রতি বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এবার সাতক্ষীরায় ৪ দিনব্যাপী জলবায়ু বিষয়ক তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে ঘুমালেন। আর মঞ্চের পেছনে আড়ালে থেকে করলেন ধুমপান।
মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এ মেলায় মন্ত্রী পুরো অনুষ্ঠানেই নিদ্রামগ্ন ছিলেন। এর আগে অনুষ্ঠান শুরু হলে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মঞ্চের পেছনে কাপড় দিয়ে ঘেরা বিশেষ স্থানে মন্ত্রী ঘুমিয়ে ও ধুমাপন করে কাটান।
এদিকে বিশ্রাম শেষে মঞ্চে উঠেও তিনি নিদ্রামগ্ন ছিলেন। তবে মাঝে মাঝে তিনি সন্বিত ফিরে পেয়ে এদিক ওদিক দেখে আবার মাথা নিচু করে ঘুমিয়ে পড়েন।
মন্ত্রী সৈয়দ মহসীন আলী কী সত্যি ঘুমান? নাকি ঘুমানোর ভান করেন এনিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হাজারো মানুষ ছিলেন কৌতুলী।
পরে বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় দাসের সভাপতিত্বে ৪ দিনব্যাপী জলবায়ু বিষয়ক তথ্য মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।