
ফাইল ফটো
ঝালকাঠি প্রতিনিধি : রাজাপুর উপজেলায় খুলনা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেয়। উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসী।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে খুলনা-বরিশাল মহাসড়ক ধরে খুলনা থেকে বরিশালে যাচ্ছিল রূপম পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় ব্রিজের ওপর উঠলে ব্রিজটির রেলিং ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪/৫ যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৩৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজে এগিয়ে আসে এলাকাবাসী।।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। অপর একটি মৃতদেহ বাসের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীবাহী উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ৯ জন যাত্রী নিহত হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান দুর্ঘটনায় ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে সর্বশেষ ৭ জনের মৃত্যুর কথা বলেছে।