ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রায় শুনে কাঁদলেন তুরিন আফরোজ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৩, ২০১৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Turinনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মাদ কায়সারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণার পরপরই আবেগজড়িত হয়ে কেঁদে ফেললেন প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ তে রায় ঘোষণার পর এমন ঘটনা ঘটে।
এর আগে ট্রাইব্যুনাল-২ তার রায়ে সৈয়দ মোহাম্মাদ কায়সার আলীকে সর্বমোট সাতটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
রায় ঘোষণা শেষে বিচারপতিরা তাদের চেম্বারে ফিরে যাওয়ার পর প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
এসময় প্রসিকিউটর রানা দাশ গুপ্ত প্রসিকিউটর তুরিন আফরোজকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন।
পরে এ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘এ মামলা নিয়ে আমার আর রানা দাশ দাদার অনেক খাটা-খাটনি গিয়েছে। রাত জেগে অনেক কাজ করতে হয়েছে আমাদের। রায় শুনেই আমি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছি। এ রায়ে আমরা সফলতা পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর ব্যারিস্টার তুরিন আফরোজ সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মূলত শারীরিক অসুস্থতার কারণে তিনি অজ্ঞান হলেও অনেক সংবাদ মাধ্যম বিষয়টিকে অন্যভাবে প্রচার করে।