ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৩, ২০১৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

kaiser-3নিজস্ব প্রতিবেদক : ট্রাইব্যুনাল-২ এ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবীরা। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তার আইনজীবী এস এম শাহজাহান।
মঙ্গলবার কায়সারের রায়ের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা জানান। আইনজীবী এস এম শাহজাহান বলেন, ‘একজন আইনজীবী হিসেবে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া দেখানো যায় না। ট্রাইব্যুনাল তার দৃষ্টিতে যা ভালো মনে করেছেন, তাই রায় দিয়েছেন।’
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘যেহেতু আমাদের আপিল করার সুযোগ আছে সেহেতু আমরা আপিল করবো। আপিল বিভাগের অধিকতর শুনানিতে সৈয়দ কায়সার খালাস পাবেন বলেও প্রত্যাশা করছি।’
উল্লেখ, মঙ্গলবার জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে ফাঁসির আদেশ দেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া  এ আদেশ দেন।
কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের বিচার কার্যক্রম সম্পন্ন হয়। এর মধ্যে ৪ ও ১৫ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি।