ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কায়সারের ফাঁসির রায়ে হবিগঞ্জে আনন্দ মিছিল

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৩, ২০১৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

হবিগঞ্জ প্রতিনিধি : মানবতাবিরোধ অপরাধে অভিযুক্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় নিজ জেলা হবিগঞ্জে আনন্দ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকমীরা।
রায় প্রকাশ হওয়ার পরপরই শহরের বিভিন্ন স্থানে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় মিছিল থেকে রায় দ্রুত কার্যকর হওয়ার দাবি জানান।
রায়ের প্রতিক্রিয়ায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মামলার সাক্ষী অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান বলেন, ‘সর্বোচ্চ রায় হওয়ায় আমরা ট্রাইব্যুনালের প্রতি সন্তোষ প্রকাশ করছি। আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি জানাই অবিলম্বে রায় কার্যকর করা হউক।’
ঘাতক দালাল নির্মূল কমিটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, রাজাকার কায়সার একাত্তরে যে অপরাধ করেছিল তার শাস্তি দিয়েছে সরকার। এখন আমরা রায় কার্যকরের অপেক্ষায় আছি। আশাকরি দ্রুত রায় কার্যকর করা হোক।