ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশ ঠেকাবে ছাত্রলীগ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৩, ২০১৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

Catraleegঢাবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যদি জাতির কাছে ক্ষমা না চান তবে আগামী ২৭ ডিসেম্বর বিএনপিকে গাজীপুরে সমাবেশ করতে দেবে না বলে হুমকি দিয়েছে ছাত্রলীগ।
ছাত্রলীগ বলছে, গাজীপুরের ওই সমাবেশ প্রতিহত করবে তারা এবং উল্টো নিজেরাই সেখানে সমাবেশ করবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এক মানববন্ধনে এসব বলেন, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানের দ্রুত বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ছাত্রলীগ।
সোহাগ বলেন, ‘জাতির পিতাকে নিয়ে তারেক রহমান যে কটূক্তি করেছেন, জাতির কাছে ক্ষমা না চাইলে কোনোভাবেই তাদের সমাবেশ করতে দেয়া হবে না।’
‘বঙ্গবন্ধু সম্পর্কে যে অবমনাকর বক্তব্য দেয়া হয়েছে বাংলার ছাত্র সমাজ তা কোনদিনও মেনে নেবে না। বিএনপি যেখানে সমাবেশ করবে সেখানে ছাত্র সমাবেশ করার জন্য আবেদন করেছে ছাত্রলীগ। সেখানে আমরা সমাবেশ করবো।’
দেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় তারেক বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় রাজাকার।’
‘বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি।’
ওই বক্তব্যের পর দেশের বিভিন্ন আদালতে তারেক রহমানের মানে ডজনেরও বেশি মানহানির মামলা করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা। এসব মামলার বেশকটিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ছেলের নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
১৫ ডিসেম্বর তারেক রহমানের ওই বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘কুপুত্রকে জিভ সামলে কথা বলতে বলেন।’ এর জবাবে বিএনপি চেয়ারপারসন উল্টো প্রধানমন্ত্রীকেই জিভ সামলানোর পরামর্শ দেন।
বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দিলেও ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে জাতীয় নেতা হিসেবে মর্যাদা দিয়ে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিৎ।’
তবে ওই সমাবেশের পরই এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর কাতারে আনতে চান, যা চরম রাজনৈতিক ধৃষ্টতাপূর্ণ।